০৮ ডিসেম্বর, ২০২৩
ছবি: কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও সম্রাট খীসা
সম্রাট খীসা (১৭৬১৯) কে কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও হিসাবে
নিয়োগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্রাট খীসা সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ২৯ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও
হিসাবে পদায়ন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মতিক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কক্সবাজার সদর সদর উপজেলার নতুন
ইউএনও পদে নিয়োগ পাওয়া সম্রাট খীসা বর্তমানে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ এর ইউএনও হিসাবে কর্মরত আছেন। সন্দ্বীপে তিনি ২০২১ সালের ৩০ ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করছেন। সম্রাট খীসা বিসিএস (প্রশাসন) ৩৩ ব্যাচের একজন সদস্য। সম্রাট খীসার নিজের ও শ্বশুর বাড়ি খাগড়াছড়ি জেলায়। অপরদিকে, কক্সবাজার সদর উপজেলার বর্তমান ইউএনও মোহাম্মদ জাকারিয়া-কে (১৭৮৬৩) কে একই প্রজ্ঞাপনে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ইউএনও হিসাবে বদলী করা হয়েছে।
Good news
Good