২৮ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: কক্সবাজার
দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী কক্সবাজারকে সরকারিভাবে মাদকপ্রবণ এলাকা ঘোষণা করা হলে পর্যটক খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়া দেশীয় এবং আর্ন্তজাতিকভাবে একটি অঞ্চলকে হুমকির মুখে ঠেলে দেওয়া হবে বলে মনে করেন সচেতন মহল। তাই বিকল্প হিসাবে মাদক নির্মূলে বিশেষ অভিযান সহ পরিকল্পিত মাদক বিরোধী কর্মসূচী চালানোর তাগিদ দিয়েছেন কক্সবাজারের সর্বস্থরের সাধারণ মানুষ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভায় কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম মহানগরকে মাদকপ্রবণ এলাকা ঘোষণার প্রস্তাবনা এসেছে। যদিও এই সিদ্ধান্ত এখনো চুড়ান্ত হয়নি। তবে ইতিমধ্যে তা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিরুপ প্রভাব পড়েছে কক্সবাজারের সর্বস্থরের সাধারণ মানুষের মাঝে।
এ ব্যাপারে কক্সবাজার আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তারেক বলেন, সংবাদটি শুনে আমার খুবই খারাপ লেগেছে। কারণ আমার জন্মভুমি এই কক্সবাজারে। আমার মতে, কক্সবাজার হচ্ছে দেশীয় এবং আর্ন্তজাতিকভাবে একটি পর্যটন নগরী। তাই এই এলাকাকে মাদকপ্রবণ এলাকা ঘোষণা করা হলে আমাদের পর্যটনে বিরুপ প্রভাব পড়বে। এছাড়া একটি অঞ্চলে কয়েকজন মাদককারবারীর জন্য সব মানুষকে দোষারুপ করা ঠিক না। আমি বলব, দলীয় পরিচয় বাদ দিয়ে আন্তরিকভাবে নিয়মিত মাদক বিরোধী অভিযান চালালে কক্সবাজারকে মাদকমুক্ত করা সম্ভব। তাই কক্সবাজারকে মাদকপ্রবণ এলাকা ঘোষণা না করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির সহ সভাপতি অধ্যপক অজিত দাশ বলেন, বাংলাদেশে মাদকপ্রবণতা শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে তখন ভারতের সীমান্ত থেকে নিয়মিত মাদক আসতো। এখন পরিস্থিতির কারনে কক্সবাজারে মাদক পাচার বাড়লেও সেটা একেবারে অনিয়ন্ত্রিত হয়ে যায় নি। যদি ঠিক ভাবে রোহিঙ্গাদের নিয়ন্ত্রন করা যায়, সীমান্ত পাহারা দেওয়া যায়, মাদক কারবারীদের দ্রুত কঠোর শাস্তি দেওয়া যায় তাহলে সব কিছু নিয়ন্ত্রন করা সম্ভব। আর পর্যটন নগরী হিসাবে কক্সবাজারের সাথে অবিচার করা হবে যদি এই এলাকাকে মাদকপ্রবণ এলাকা ঘোষণা করা হয়।
তিনি আরো বলেন, আমরা কক্সবাজারের বাসিন্দা। কক্সবাজার আমাদের জন্য গৌরবের, কারণ বিশ্ব বিখ্যাত একটি পর্যটন নগরীতে আমাদের জন্ম। যেহেতু সীমান্ত কাছে অনেক ধরনের কিছু স্থানীয় সমস্যা থাকতেই পারে। তাই বলে পুরো কক্সবাজারকে মাদকপ্রবণ এলাকা ঘোষণা করা আমার মতে উচিত হবে না। এতে আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্যও বিরুপ প্রভাব পড়বে, এছাড়া বিশ্বের পর্যটকরা আর কক্সবাজারে আসবে না, তারা মনে করবে এটা অপরাধ প্রবণ এলাকা। তাই আমার মতে সরকারের এই সিদ্ধান্ত পূণঃ বিবেচনা করা উচিত। আর ভিন্ন কৌশলে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত হবে।
Good news
Good