৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২

৩১ ডিসেম্বর, ২০২২

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: কক্সবাজার দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২

কক্সবাজারে শুরু হওয়া ৩ দিনব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ প্রথম দিন কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনারে দেয়া হয় এমন ঘোষণা। 

দীর্ঘতম কক্সবাজার দরিয়ার শহর থেকে বিশ্বব্যাপী শান্তির ঘোষণা দিলেন দেশ-বিদেশের কবিরা। কবিরা বলেছেন, সংঘাত-হানা-হানির দুনিয়া নয় একটি শান্তিময় পৃথিবী বিনিমার্ণে পথে যাত্রা দিতে হবে। আর সেই যাত্রা দেয়া শুরু করেছে কবিরা। 

মানবিক সৌন্দর্যের জন্য কবিতা” প্রতিপাদ্যে “শান্তির পৃথিবীর চাই, শুদ্ধাচারি স্বদেশ চাই” শ্লোগানে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে। 

সংবাদ সম্মেলনে কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ও আন্তর্জাতিক লেখক দিবসের ঘোষণা পত্র পাঠ করেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মো. সানাউল হক।
কবিতার শপথ বাক্য পাঠ করান জাতিসত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বাংলা একাডেমির সংগীত দলের গানে গানে জানানো হয় শান্তির প্রার্থনা। 

বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি শেখ রবিউল হকের শুভেচ্ছা বক্তব্যের পরপর ৩ দিনের মেলার উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এরপর বঙ্গোপসাগরের দিয়ে ‘কবিতার সাম্পান যাত্রা’ শুরু করেন কবিরা। 

বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুপা আলম জানিয়েছেন, মহেশখালী আদিনাথ পাহাড়, বধ্যভূমি, সৌন্দর্য উপভোগ, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হবে মহেশখালীতে। বিকেলে দেশ-বিদেশের কবিরা কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীতে ফিরলে শুরু হয় প্রথম দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এবারের মেলায় ৪০ জন বিদেশী কবিসহ ২ শত কবি অংশ নিচ্ছেন। ১ জানুয়ারি শেষ হবে এ মেলা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good