১১ ডিসেম্বর, ২০২২
ছবি: হ্যারি কেইন
দুটি পেনাল্টি পেল ইংল্যান্ড। একটিতে গোল পেলেন হ্যারি কেইন। আরেকটাতে পেলেন না। যে শটটায় পেলেন না, সেটাই আজীবন হয়তো কুরে কুরে খাবে টটেনহাম হটস্পারের স্ট্রাইকার, ইংলিশ অধিনায়ককে। হ্যারি কেইনের দ্বিতীয় পেনাল্টি মিসের রাতেই জয়োৎসব করল ফ্রান্স। ইংল্যান্ডকে হারাল ২-১ গোলে। সেমিফাইনালে পর্তুগালকে হারানো মরক্কোর মুখোমুখি হবে তারা।
ম্যাচের ১৭ মিনিটেই দূরপাল্লার শটে গোল করে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলাঁ চুয়ামেনি। ৫৪ মিনিটে বুকায়ো সাকার কল্যাণে ইংল্যান্ড পেনাল্টি পেলে সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক হ্যারি কেইন। ৭৮ মিনিটে ফরাসি মিডফিল্ডার আতোয়ান গ্রিজমানের ক্রসে মাথা ছুঁইয়ে ফ্রান্সকে আবারও এগিয়ে দেন অলিভিয়ের জিরু। কিছুক্ষণ পর বিকল্প হিসেবে নামা মেসন মাউন্টকে ফরাসি লেফটব্যাক থিও এর্নান্দেস ফেলে দিলে আবারও পেনাল্টি পায় ইংল্যান্ড। কিন্তু এবার আর ইংলিশদের সমতায় ফেরাতে পারেননি কেইন। ২-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ, আর সেমিতে জায়গা করে নেয় ফ্রান্স।