৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল / খেলাধুলা

কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে বাদ পড়লো আয়োজক দেশ কাতার

২৫ নভেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: কাতার জাতীয় দল

কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হল স্বাগতিক কাতারকে। আজকে সেনেগালের ৩-১ গোলের ব্যবধানে বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় নিশ্চিত হল। 

প্রথম ম্যাচে কাতার হেরেছিল ইকুয়েডরের কাছে। আজকের  ম্যাচে তারা সেনেগালের বিপক্ষে হেরেছে।  এই হারের ফলে সেনেগাল টুর্নামেন্টে টিকে রইল। কিন্তু কাতার প্রথম দল হিসেবে  বিদায় নিশ্চিত করল।


আজকের  ম্যাচটি কাতার ও সেনেগাল উভয় দলের জন্যই বাঁচা মরার লড়াই ছিল । কারণ , সেনেগালও নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে হেরেছিল। বাঁচা মরার এই ম্যাচে বেঁচে রইল সেনেগাল, বিদায় হল কাতারের। 

আজ রাতে এই গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড ও ইকুয়েডর। এই ম্যাচে যদি নেদারল্যান্ড জিততে পারে তাহলে তারা নিশ্চিত করবে দ্বিতীয় রাউন্ড।

Related Article