০৯ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: বৃক্ষরোপনের ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢং পাড়া এলাকায় ৮০জনের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনপুর ইউনিয়ন কমিটির সভাপতি মমতাজুল করিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাসাইল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. ইব্রাহিম আবরার।
Good news
Good