০৫ মে, ২০২৩
ছবি: মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্থবক অর্পন এর চিত্র
টাঙ্গাইলের নাগরপুরস্থ ভারড়া ইউনিয়নের সুঠাইন গ্রামের বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কাদেরীয়া বাহিনীর কোম্পানী কমান্ডার আলহাজ¦ জয়নুল আবেদীন বৃহঃস্পতিবার (৪ মে) রাত্রি ৮.৩০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৩ ছেলে, স্ত্রী ও ৪ ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেছ আলী।
শুক্রবার (৫ মে) রাষ্ট্রীয় মর্যাদায় ১ম জানাযা নামাজ উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। নিহতের কফিনে পুষ্পস্থবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের ২য় জানাযা নিজ গ্রাম সুঠাইন কবরস্থানে বাদ জুমা অনুষ্ঠিত হয়।
Good news
Good