৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

জুয়া খেলার অভিযোগে ৯ যুবক গ্রেফতার

৩১ মার্চ, ২০২৩

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: ৯ যুবক গ্রেফতার

গাইবান্ধা সাঘাটা উপজেলায় একটি বসতবাড়ির ভেতর থেকে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৯ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

৩১ মার্চ(শুক্রবার) দুপুরে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের মধ্য শিমুলতাইড় গ্রামের বিপুল মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—আল- আমিন মিয়া (২৪), রাকিব হোসেন (৪০) আলমগীর হোসেন (৩৫) সাদ্দাম হোসেন (৩০) কবির হোসেন (২৮) মেহেদী হাসান সোহেল (৩৫) মিষ্টার আলী (৩২) মোখলেছ মিয়া (৪৫) ও রুবেল মিয়া (৩৯)। তাদের সবার বাড়ি সাঘাটা উপজেলায় বিভিন্ন গ্রামে।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাস দিয়ে জুয়া খেলায় ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে জুয়ার সরঞ্জামসহ নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good