০৭ মে, ২০২৪
ছবি: ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়ন খান
জনপ্রিয়তার শীর্ষে রবিউল আলম নয়ন খান।
শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তা শীর্ষে আছেন সৎ,পরিচ্ছন্ন ও মিষ্টিভাষী যুবলীগ নেতা নয়ন খান।
পদ্মা ও পাগলা বেষ্টিত ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত শিবগঞ্জ উপজেলা।এই উপজেলার বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার প্রায় ।
শিবগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে নয়ন খানের ইমেজ খুবই স্বচ্ছ।একজন উন্নয়ন বান্ধব নেতা হিসেবে তিনি দলমতের উর্ধ্বে অবস্থান করছেন বর্তমানে।
এই জনপ্রিয়তার পেছনে রয়েছে শিবগঞ্জের সকল শ্রেণীর মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করা এবং প্রতিহিংসার পরিবর্তে স্বচ্ছ রাজনীতি করেন বলে নয়ন খানের সাথে আলাপ করলে জানা যায়।
নয়ন খানের জনপ্রিয়তার রহস্য জানতে সাধারণ মানুষের সাথে আলাপ করলে তারা জানান,‘নয়ন খানকে জানতে হলে শিবগঞ্জে আসতে হবে। শিবগঞ্জে ঘুরে দেখতে হবে।
যেতে হবে শিবগজ্ঞের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও।থাকতে হবে শিবগঞ্জে কিছু দিন। তার পর নয়ন খানের সাথে অন্য কারো তুলনা করতে হবে বলে রকি খান জানান।
নয়ন খান জানান,তিনি নির্বাচিত হলে, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট দূর করতে সরকারী বিভিন্ন বরাদ্দ জনগণের মাঝে সুষম ভাবে বন্টন করবেন।উপজেলার উন্নয়নের জন্য তিনি নানা পদক্ষেপ গ্রহন করবেন।
নয়ন খানের বড়ভাই মরহুম আমিনুর খান ছিলেন অত্যন্ত জনপ্রিয় নেতা। তিনি ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি।শিবগঞ্জে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় এই খান পরিবারের অনেক ত্যাগ আছে।
আর এই জন্য ই দলীয় নেতা কর্মী ও এলাকার মানুষের সাথে রয়েছে তার নিবিড় যোগাযোগ।উদার মনের অধিকারী তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয় একজন নেতা।
একান্ত আলাপচারিতায় সাদি ফার্মাসির মালিক আজিম ও উনার সাথে অনলাইনে যুক্ত থাকা অবস্থায় আমেরিকা প্রবাসী হাসান বাবু বলেন,উনার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি।
আজিম বলেন ভোট কেন্দ্রে গেলে শুধুমাত্র নয়ন খানকেই ভোট দেওয়ার জন্য যাবো এবং উনার ভোট ও করে দিবো।হাসান বাবু বলেন শত ব্যস্ততার মধ্যেও আমি নয়ন খানকে পাশ করানোর জন্য সবরকম চেষ্টা অব্যাহত রেখেছে।ইনশাল্লাহ স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইমেজের জন্য নয়ন খান পাশ করবেন।
নয়ন খান সম্পর্কে মাহেন্দ্র সমিতির সভাপতি আজিরুল খান বলেন:- সবগুলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নয়ন খানের সমকক্ষ কেউ নেই। নয়ন খান হচ্ছেন সৎ,যোগ্য প্রার্থী তিনি সৎ রোজগার করেন।
তিনি একজন তরুণ উদ্যোক্তা ব্যাকব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে স্বত্বাধিকারী। গার্মেন্টস তৈরি পোশাক সহ অন্যান্য ব্যবসার সাথে তিনি জড়িত।তার বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।