২৪ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: মান্দায় থানা চত্বরে প্রধান অতিথি নবাগত এসপি কুতুবউদ্দিন বক্তব্যের সময়।
নওগাঁর নবাগত পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন বলেছেন, স্বাধীনতার কারনে প্রশাসনের রদ বদল হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় আসতে পেরেছি। কিন্তু জনগণ তো স্বাধীনতা স্বাদ পায়নি আমরা তাদেরকে স্বাধীনতার স্বাদ উপভোগ করাতে চাই। যে অত্যাচারিত নিপীড়িত মানুষ সে আমার কাছে বেশি গুরুত্বপূর্ন। যে সন্ত্রাসী, অপরাধী সে আমার আপনার সকলের দুশমন। আমরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করব।
সোমবার (২৩ সেপ্টেম্বর ) বিকেলে মান্দা থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি নবাগত এসপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদকের সাথে কারো কোনভাবেই সম্পৃক্ততা থাকতে দেওয়া যাবে না। পুলিশ সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া ও পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে তিনি যে কোনো ধরনের অপরাধ সম্পর্কে তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর এবং থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোরআহবান করেন।
এ সময় মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমানের সভাপতিত্বে এবং এস আই শামীম হোসেনের সঞ্চালায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মান্দা- নিয়ামতপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার জাকিরুল ইসলাম,
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেসুর রহমান মকে, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একে এম নাজমুল হক নাজু, অ্যাডভোকেট বিশ্বজিৎ কুমার, সাবেক চেয়ারম্যান ইলিয়াস আলী খান, ইউপি চেয়ারম্যান আবদুল মতিন, মোখলেসুর রহমান।
এছাড়াও অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, ইউপি চেয়ারম্যান গন, বিশিষ্ট সমাজসেবক, গণমাধ্যম কর্মী প্রমূখ।
Good news
Good