০৮ এপ্রিল, ২০২৩
ছবি: অবস্থান কর্মসূচির স্থির চিত্র
জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ভোট চুরি করে আবারো অবৈধ পথে ক্ষমতায় যাওয়া সরকারের এ স্বপ্ন, দুঃস্বপ্নে পরিনত করা হবে। দিনের ভোট আর রাতে দেয়া যাবে না। জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি রাজ পথ ছাড়বে।
জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে তত্তাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্থান্তরের আহবান জানিয়ে তিনি বলেন, ভোট ও ভাতের অধিকার আদায়ে জনগন আজ রাজ পথে ঐক্যবদ্ধ। লুটপাটকারী ও ভোট চোর সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না দেশের জনগন।
১০ দফা দাবীতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ছাতক উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার বেলা ২ থেকে বিকেল ৪ পর্যন্ত শহরের পুরাতন কাষ্টম রোডে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মিলন এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান,জেলা বিএনপির উপদেষ্ঠা ফজলুল করিম বকুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা ছুরত,
ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি,জেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু শিশু বিষয়ক সম্পাদক সহিদুর রহমান সোহেল, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,
পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আহবাব, পৌর বিএনপি নেতা আবুল হোসন, জেলা বিএনপির সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন,স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাসুক আহমদ, প্রবাসী বিএনপি নেতা আলতাব মিয়া তালুকদার,
উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার,পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক তারেক আহমদ, উপজেলা জাসাস’র সদস্য সচিব গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক এড. আব্দুল কাহার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাকী মুহিত, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদূর রহমান সিনিয়র যুগ্ম আহবায়ক মাহিব আহমদ, ছাত্রদল নেতা ফজলুর রহমান প্রমূখ।
অবস্থান কর্মসূচীতে বিএনপি নেতা রুহুল আমিন,আব্দুল আওয়াল,আব্দুল মুমিন, বাবুল মিয়া মেম্বার,আব্দুস ছালাম নোমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতুব উদ্দিন,আলী হোসেন মানিক, হাজী কদরুল ইসলাম, দিল হোসেন মেম্বার, সাদিকুর রহমান, ইমাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বাকী বিল্লাহ,
যুগ্ম আহবায়ক সুলেমান মিয়া, খলিলুর রহমান, মাওলানা নিয়ামত উল্লাহ, কৃষকদলের সদস্য সচিব বশির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজর আলী, যুবদল নেতা আশরাফুর রহমান খেলন,
আশরাফচৌধুরী মাসুম,এমরান আহমদ, ফখরুল আলম, কবিরুল হাসান আঙ্গুর, ইকবাল হোসেন,আয়াজুর রহমান আয়েছ, ইজাজুল হক রনি, জহির উদ্দিন, এনামুল হক, মুহিবুর রহমান, আব্দুস সহিদ, মোহাম্মদ আলী, ছাত্রদল নেতা সাহেদ ই্য়াছিন, সোনা আলী, আল আমিন তাসরিফ সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।