০১ ডিসেম্বর, ২০২২
ছবি: হতাশ মেক্সিকো
গ্রুপ সি এর সমীকরণের মারপেঁচে জিতেও বিশ্বকাপ থেকে বাদ পরলো মেক্সিকো। আর্জেন্টিনা ২-০ গোলে জেতায় সমীকরণে মেক্সিকোর সামনে দাঁড়ায় ৩-০ গোলের ব্যবধান কিন্তু সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো মেক্সিকোকে । ম্যাচের শুরু থেকেই মাঠে নিজেদের আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধে কোনো গোল পায়নি মেক্সিকো। তবে, দ্বিতীয়ার্ধের শুরুতেই কাটে গোলখরা। ৪৭ মিনিটে হেনরি মার্টিন ও ৫২ মিনিটে শ্যাভেজের গোলে এগিয়ে যায় মেক্সিকানরা।
ম্যাচের শুরু থেকেই সৌদি আরবও মেক্সিকোর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করলেও গোল করতে পারেনি তারা। মিস করেছে অনেক সহজ সুযোগ। এতে কপাল পুড়ে সৌদি আরবের। যদি তারা আজ মেক্সিকোকে কোনভাবে হারাতে পারলে তবে তারা নক আউট নিশ্চিত করতো। কিন্তু গোল মিসের মহরায় তাদের এই স্বপ্ন আর পূরণ হলো না।মেক্সিকোর সাথে তাদেরও নিতে হলো বিদায়
প্রথমার্ধে ৬৮ শতাংশ বল ছিলো মেক্সিকানদের দখলে। এ সময় সৌদিদের গোলমুখে মোট ১১টি শট নিয়েছিলো তারা, যার মধ্যে অন টার্গেট ছিল মাত্র ৩টি। অপরদিকে, ৩২ শতাংশ বল দখলে রেখে মেক্সিকানদের গোল মুখে মোটে চারটি শট নিয়েছিলেন দাওসারিরা। যারমধ্যে মাত্র একটি শট ছিল অন টার্গেট।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হেনরি মার্টিনের গোলে এগিয়ে যায় মেক্সিকো। ম্যাচের ৪৬ মিনিটে করা আক্রমণ থেকে কর্নার পায় মেক্সিকো। মন্টেসের নেয়া কর্নারে মাথা ছুঁইয়ে মেক্সিকানদের এগিয়ে নেন মার্টিন।
এরপর, ৫২ মিনিটে ৩০ ইয়ার্ড দূরত্ব থেকে নেয়া শ্যভেজের চোখ ধাঁধানো বাম পায়ের ফ্রি কিকে আরও একবার এগিয়ে যায় মেক্সিকো। এ বিশ্বকাপে এটি ফ্রি কিক থেকে আসা দ্বিতীয় গোল। প্রথম গোলটি পেয়েছিলেন মার্কাস র্যাশফোর্ড, ওয়েলসের বিপক্ষে।
ম্যাচের ৭৩ মিনিটে আরও একটি সম্ভাবনাময় ফ্রি কিক নেন শ্যাভেজ। তবে গোলরক্ষক আলো ওয়াইসের দক্ষতায় সে যাত্রা রক্ষা পায় রেনার্ড শিষ্যরা। এরপর খেলার শেষ পর্যন্ত, গোলের জন্য একের পর এক আক্রমণ দিয়ে সৌদি রক্ষণকে ব্যতিব্যস্ত রাখেন মেক্সিকান অ্যাটাকাররা। ম্যাচের ৮৫ মিনিটে তৃতীয় গোলও পেয়ে যায় মেক্সিকো তবে অফসাইডের বাধায় গোলটি বাতিল করা হয়। এমনকি, ৯০ মিনিট শেষেও আক্রমণ অব্যাহত রাখে এল ট্রিরা।
কিন্তু, নাটক তখনও বাকি ছিল! ৯৫ মিনিটে আল দাওসারির গোলে ব্যবধান কমানোর অবকাশ পায় সৌদি আরব। আর এই গোলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় পোল্যান্ডের।