২০ Jun, ২০২৩
ছবি: সংবাদ সম্মেলনের
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনাতায়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমটির সহসভাপতি ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মহি উদ্দিন বলেন, স্কুল কলেজের এমপিও ভুক্ত শিক্ষকগণ মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ ভাগ উৎসব ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই। কিন্তু একই নিয়মে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শতভাগ সুযোগ সুবিধা পায়।
সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বেতন ভাতার রয়েছে পাহাড়সম বৈষম্য। এমনকি বেসরকারি শিক্ষক -কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে বেতনের টাকা থেকে ৪ ভাগ কেটে নেওয়া হচ্ছে। এমনকি অবসর ভাতা পেতেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়।
এ সমস্ত বিষয় সমাধান ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন সরকারের কাছে। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মহি উদ্দিনসহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাসের আগেই দাবিগুলো মেনে না নিলে বাজেট ঘোষণা হওয়ার পরেই কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারী দেন।