২৬ সেপ্টেম্বর, ২০২২
ছবি: ছবি:
আসন্ন ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে কালিহাতী উপজেলা ৬ নং ওয়ার্ড সদস্য প্রার্থী হাসানুজ্জামান তালুকদার রঞ্জুকে উপজেলা আওয়ামীলীগ সমর্থন করেছে।
আজ কালিহাতী উপজেলা এলেঙ্গা রিসোর্টে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু বলেন,আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী হয়েছে। তার মধ্যে উপজেলা আওয়ামীলীগ থেকে হাসানুজ্জামান তালুকদার রঞ্জুকে সমর্থন করা হলো ও তাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশাবাদী।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, জেলা আওয়ামীলীগের সদস্য আবু নাসের প্রমূখ।
উল্লেখ্য, ৬ নং ওয়ার্ডে হাসানুজ্জামান তালুকদার রঞ্জু বাদে আরো দু জন প্রার্থী রয়েছেন তারা হলেন আয়নাল হক ও ইন্জিনিয়ার কামাল আহমেদ।
Good news
Good