০১ নভেম্বর, ২০২৪
ছবি: বক্তব্য রাখছেন কে.এম মামুন অর রশিদ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর কৃষক দলের বর্ধিত সভা শুক্রবার বিকেল নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল ও পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁন এর যৌথ সঞ্চালণায় ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহিরুল হক জুরু মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ- সাধারণ সম্পাদক কে.এম মামুন অর রশিদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, (কুমিল্লা বিভাগ) কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো: এনায়েত উল্লাহ খোকন, বর্ধিত সভাটি উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ ( ভিপি শামীম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আল আমিন, যুগ্ন আহবায়ক ইবনুল হাসান সবুজ,নবীনগর পৌর কৃষক দলের আহবায়ক আনোয়ার হোসেন খান ও নবীনগর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সহ আরো অনেকে।
Good news
Good