৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল

জার্মানিকে হারিয়ে জাপানের জয়

২৩ নভেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: বিজয় উল্লাসে জাপান

ফুটবল বিশ্বকাপে অন্যতম সফল দল জার্মানিকে হারিয়ে  কাতার  বিশ্বকাপের  শুভসূচনা  করলো এশিয়ার পরাশক্তি  জাপান। এর আগে লাতিনের আরেক হট ফেভারিট দল আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে এশিয়ার আরেক দল সৌদি আরব। 


পরিসংখ্যান অনুযায়ী যোজন যোজন এগিয়ে থেকেও সেকেন্ড হাফের শেষের দিকে দুই গোল হজম করলো জার্মানি। 

বুধবার (২৩ নভেম্বর) আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।  

এ ম্যাচের ৮ মিনিটেই   গোল পেয়েছিল জাপান। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় গোল। ১৫ মিনিটের মাথায় প্রথম কর্ণার পায় জার্মানি। তবে জাপানের জালে সেভাবে ভয় দেখাতে পারেনি জার্মানরা। ম্যাচের ২০ মিনিটের সময় বক্সের বাইরে থেকে জশুয়া খিমিচের নেয়া শট ধরে ফেলেন জাপানের গোলরক্ষক। ২৬, ২৮ ও ২৯ মিনিটে তিনবার গোলের চেষ্টা করেও সফল হতে পারেননি গুন্ডোগান।


ম্যাচের ৩২তম মিনিটে  পেনাল্টি  থেকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জার্মান মেশিন। ৩১তম মিনিটে ডি-বক্সে জাপানি গোলরক্ষক শুইচি গোন্দা বল বাঁচাতে গিয়ে ফাউল কর বসেন। শাস্তি স্বরূপ পেনাল্টি পায় জার্মানি। প্রাপ্ত স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন গুন্ডোগান। 

প্রথম গোলের পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জার্মানি। স্কোরার গুন্ডোগান আবারও আক্রমণ করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। অভিষেক হওয়া মুশিওয়ালা খেলেন দুর্দান্ত। বিরতিতে যাওয়ার কয়েক সেকেন্ড আগেও গোল পায় জার্মানি। তবে অফসাইডে বাতিল হয় সেটি ১-০ গোলের ব্যবধান নিয়েই তাই জার্মানিকে বিরতিতে যেতে হয়। 

বিরতি থেকে ফিরে  এক নতুন জাপানকে আবিষ্কার করে জার্মানি। একের পর এক আক্রমণ করতে থাকে জাপান যা সামাল দিতে হিমশিম খেতে জার্মানি রক্ষণভাগ ও গোলকিপার ম্যানুয়াল ন্যায়ারকে। ৭৫ ও ৮৩ মিনিটে জাপানের পক্ষে জার্মানির জালে বল জড়ান দোআন ও আসানো।তারপর জার্মানি জাপানের দুর্গে আক্রমণ করলেও ভাঙতে পারেনি জাপানের রক্ষণ। তাই আর্জেন্টিনার মতো ২-১ গোলে হারের ভাগ্য বরণ করতে হয় জার্মানিকে।
 

Related Article