১৯ Jun, ২০২৩
ছবি: আটককৃত রাবি শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে সোহেল রানা (২৮) নামের একজনকে আটক করা হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটের পরীক্ষা চলছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সোহেল রানাকে আটক করা হয়।
সোহেল রানা নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র বলে দাবি করেছেন। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।
৩০ হাজার টাকার বিনিময়ে নাজমুল হক নামের এক ছাত্রের হয়ে ‘বি’ ইউনিট ও গতকালের ‘সি’ ইউনিটেও পরীক্ষা দিয়েছেন বলে জানান সোহেল।
সোহেল রানা বলেন, ‘আমি এর আগে কখনো কোথাও প্রক্সি দেইনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছি। ৩০ হাজার টাকার বিনিময়ে আমার এলাকার এক স্থানীয় বড় ভাই ইমরান ইমনের মাধ্যমে এখানে এসেছি। ইমরান ইমন নাজমুল হকের ফুফাতো ভাই।