৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
আন্তর্জাতিক

ইসরায়েল সমর্থকদের ওপর হামলায় নেদারল্যান্ডসে পাঁচজনের সাজা

২৫ ডিসেম্বর, ২০২৪

তারুণ্য-২৪,
নিজস্ব প্রতিবেদক

ছবি: হামলার ঘটনায় পাঁচজনকে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

আমস্টারডামে গত ৭ নভেম্বর ইউরোপা লিগের একটি ম্যাচ চলাকালে মাকাবি তেল আবিবের পাঁচজন সমর্থক হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। হামলার আগে মাকাবি সমর্থকরা আরব-বিরোধী স্লোগান দেন, একটি ট্যাক্সি ভাঙচুর করেন এবং একটি ফিলিস্তিনি পতাকা পোড়ান বলে অভিযোগ৷

এ ঘটনায় প্রধান অভিযুক্ত সেফা ও. ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন। ফুটেজে দেখা গেছে, তিনি মাটিতে পড়ে থাকা ব্যক্তিদের মারধর করছেন। আদালত তাকে ঘটনাটির ‘প্রধান ভূমিকা পালনকারী' হিসেবে চিহ্নিত করেছে।

এছাড়া ২৪ বছর বয়সি উমুতকান এ. এক মাকাবি সমর্থককে আক্রমণ এবং তার স্কার্ফ ছিনিয়ে নেওয়ার দায়ে এক মাসের কারাদণ্ড পেয়েছেন। অন্য আরেকজনকে দুই মাসেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজনকে ১০০ ঘণ্টা কমিউনিটি সার্ভিসের শাস্তি দেওয়া হয়েছে।

আরেক অভিযুক্ত, আবুশাবাব এম., যিনি গাজা উপত্যকায় বড় হয়েছেন, তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। তবে তার মামলাটি মানসিক স্বাস্থ্য পর্যালোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। প্রসিকিউশন জানায়, গাজার পরিস্থিতি এই ঘটনার পেছনে প্রভাব ফেলেছে। কারণ, এই সহিংসতার সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই৷ এ ঘটনায় আরো ছয় জনের বিচার অপেক্ষমাণ, যাদের মধ্যে তিনজন নাবালক।

Related Article