০৪ জানুয়ারী, ২০২৩
ছবি: পরীমণি
পরীমণির সংসার ভাঙনের খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। দুদিন আগেও ফেসবুকে নানান অশান্তির কথা প্রকাশ করেন এই নায়িকা। এবার তিনি ফেসবুকে একটি গানের লিংক শেয়ার করে লিখলেন, ‘ইনজয়’। মূলত পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার নতুন গান প্রকাশে পেয়েছে। গানের লিংক শেয়ার করে পোস্ট করেন এই অভিনেত্রী।
‘সারেং ছাড়া জাহাজ চলে’ শিরোনামে গানটি লিখেছেন প্রয়াত পুলিশ সুপার দেওয়ান লালন। আজ বিকাল ৫টায় বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এ গানটি। শফি মণ্ডলের গাওয়া গানে ঠোঁট মিলিয়েছেন সিয়াম আহমেদ ও পরীমণি। গানটির সুর ও সংগীত ইমন চৌধুরী।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘সারেং ছাড়া জাহাজ চলে’ দেওয়ান লালন ভাইয়ের লেখা শেষ গান। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার লেখা গানগুলোর মাধ্যমে তিনি সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবেন।এই গানের মাধ্যমে আমরা তাকে স্মরণ করি।’