৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল / খেলাধুলা

ইনজুরি কবলে নেইমার মিস করবেন গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ

২৫ নভেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছেন নেইমার জুনিয়র

হেক্সা জয়ের মিশন নিয়ে সেলেসাওরা এবার কাতার বিশ্বকাপ খেলতে এসেছে।তাদের দলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার জুনিয়র। তিনি ব্রাজিলের হেক্সা জয়ের অন্যতম স্বপ্নসারথি। তার সাথে আছে তরুণ ভিনিসিয়াস রদ্রিগোদের মতো টপ ক্লাস ফুটবলারা। 

তরুণ এন্টোনি রাপিনহাদের সাথে অভিজ্ঞ দানি আলভে সিলভাদের নিয়ে সেরা দলই গড়েছে ব্রাজিলিয়ান মাস্টার মাইন্ড কোচ ফুটবলের প্রফেসর ক্ষেত স্যার তিতে। তবে তার প্রধান অস্ত্র নেইমার জুনিয়র। মাঝ মাঠ থেকে আক্রমণভাগ একাই দাপিয়ে বেড়ান তিনি। অসাধারণ ডিবলিং এ প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনে ভয় ধরিয়ে দেন। 

সেই নেইমার সার্বিয়ার বিপক্ষে খেলতে নেমে পায়ের ইনজুরিতে পরেন। মিস করবে গ্রুপ পর্বের দুই ম্যাচ। মিস করতে পারেন আরও বেশি ম্যাচ। এর আগে ২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়ে সোনালি ট্রফি ছোঁয়া হয়নি ব্রাজিলের।সম্পন্ন হয়নি হেক্সা জয়ের মিশন। সেবার বিশ্বকাপে কোয়াটার ফাইনালে নেইমারকে করা জুনিগার করা সেই ফাউল নেইমারের বিশ্বকাপ স্বপ্ন ভঙ হয়।ফলাফল স্বরুপ নিজ দেশে সেমিফাইনালে জার্মানির সাথে ৭-১ গোলের লজ্জার হার। 

এবার বিশ্বকাপেও ইনজুরি পিছু ছাড়েনি তার। সার্বিয়ার খেলোয়াড়দের করা সর্বমোট ১২ ফাউলের মাঝে ৯ টি ফাউলি করেছে নেইমারের বিরুদ্ধে। তার সাথে সাথে ২০১৮ বিশ্বকাপের পর ২০২২ বিশ্বকাপেও সর্বোচ্চ ফাউলের শিকার হন নেইমার জুনিয়র।

Related Article