৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ইএসডিও‘কে পরিবেশ বিষয়ে সম্মাননা স্বারক প্রদান

১৬ মার্চ, ২০২৩

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: সম্মাননা স্বারক প্রদান


পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রায় ২ (দুই) বছর আগে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) সাব- সেক্টর : পরিবেশবান্ধব নিমার্ণ সামগ্রী উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির উদ্যোগ শীর্ষক প্রকল্পটি শুরু করেন। 

বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের মধ্যে শতভাগ হলো ব্লক ও সলিড ব্লক ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই পরিপেক্ষিতে জণগণকে হলো ব্লক ও সলিড ব্লক উৎপাদন ও ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে পরিবেশ দূষণ রোধে উল্লেখযোগ্য অবদান রাখায় ইএসডিও‘র  প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। পরিবেশ বিষয়ে সম্মাননা স্মারক প্রদান করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ, ঠাকুরগাঁও এর নির্বাহী প্রকৌশলী জনাব জিয়াউর রহমান। এসময় ইএসডিও’র নির্বাহী পরিচালক মহোদয় গণপূর্ত অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মহোদয়কে ঠাকুরগাঁও এর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অপরাজেয়৭১ এর সম্মাননা স্মারক হাতে তুলে দেন। 
 

নির্বাহী প্রকৌশলী মহোদয় তার বক্তব্যে বলেন, ঠাকুরগাঁও জেলার অত্র অঞ্চলে ইএসডিও পরিবেশ এর ভারসাম্য রক্ষার্থে যে অবদান রাখছে তা প্রশংসনীয়। 

বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে পরিবেশে দূষণকারী পোড়া ইটের ব্যবহার কমিয়ে আনতে ইতোমধ্যে ইএসডিও পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রীর উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করছে। ফলে কৃষি জমি ও গাছপালা রক্ষা পাবে এবং বায়ুমন্ডলে কার্বণ নিঃস্বরণ হৃাস পাবে। এসময় নির্বাহী প্রকৌশলী মহোদয় ইএসডিও‘কে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 
পরিবেশ বিষয়ে সম্মাননা স্মারক প্রদানের জন্য বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ, ঠাকুরগাঁও কে  ইএসডিও’র পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good