২৮ সেপ্টেম্বর, ২০২২
ছবি:
বিশ্বের অন্যান্য দেশের জনগণকে নিজ নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রত্যেক বছর এ দিবস পালন করা হয়।আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে দিবসটি পালন করে আসছে। "তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, হরিনাকুন্ডু উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ ফারুক হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, জনপ্রতিনিধি, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।