২০ Jun, ২০২৩
ছবি: নিহতের শান্ত
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পাশের বাড়ির নির্মাণাধীন ইটের দেয়াল ধসে চাপা পড়ে শান্ত (১০) নামে শিশুর মৃ*ত্যু হয়েছে। সোমবার বিকেলের দিকে উপজেলার জোড়াদহ বাজার পাশে বাকচুয়া দাসপাড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার রামপ্রসাদ দাসের ছেলে। সে স্থানীয় জোড়াদহ কামাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
এ বিষয়ে স্থানীয় ও নিহত শিশুর স্বজনরা জানান, বিকেলে খেলাধুলার জন্য পাশের বাড়ি আলম হোসেনের নির্মাণাধীন ভবনে খেলতে যায়। ওই ভবনের নির্মাণাধীন ইটের দেয়ালের উপর বার বার উঠানামা করতে থাকে ওই শিশু।
একপর্যায়ে দেয়ালের উপর থেকে নিচে লাফ দিলে দেয়াল ধসে নিচে চাপা পড়ে ওই শিশু। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে সেখানে চিকিৎসক আশরাফুল আলম তাকে মৃত ঘোষণা করেন।