২২ ডিসেম্বর, ২০২২
ছবি: পুরুষ্কারের অনুষ্ঠানের ছবি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
এসময়, সরকারি লালন শাহ কলেজের প্রভাষক সনৎ কুমার, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, লালন শাহ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।