২৪ সেপ্টেম্বর, ২০২৪
ছবি: হরিণাকুন্ডুতে মানববন্ধন
দেশ ব্যাপী বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মঙ্গলবার হরিণাকুণ্ডু দোয়েল চত্তরে "বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট" এর উপজেলা শাখার সভাপতি আবুল হাসান মাষ্টার এর সভাপতিত্বে ও নিত্যনন্দপূর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা স্রেষ্ঠ স্কাউট শিক্ষক মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনয় বেসরকারি শিক্ষকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর কাছে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষকদের দাবি সমূহঃ
১/ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ করতে হবে।
২/সরকারি শিক্ষক ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর করতে হবে।
৩/শিক্ষা প্রশাসনে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন আমাদের জন্য মানহানিকর।
৪/সরকারি স্কুলের শিক্ষকগণ আমাদের মত একই পদে অধীন হয়ে আমাদের নিয়ন্ত্রণ করবে এটি আমাদের প্রত্যাশিত নয়।
৫/শিক্ষা সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন করতে হবে।
৬/শিক্ষকদের জন্য আলাদা পে-কমিশন গঠন করতে হবে।
Good news
Good