২১ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: মাতৃভাষা দিবসের র্যালি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২ র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরী, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা ক্রীয়া সংস্থা মাঠ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরী শুরু হয় সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে উপজেলা পরিষদ মিলনায়তন এসে শেষ হয়ে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে আলোচনা সভা ও প্রভাতফেরীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, পৌর মেয়র ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মহিউদ্দিন মাস্টার, উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জাহিদুল ইসলাম বাবু মিয়া, মনজুর রাশেদ, আবুল কালাম আজাদ, শরাফত দৌলা ঝন্টু, এ্যাডভোকেট বজলুল রহমান, বসির উদ্দীন,কামাল হোসেন, পৌরসভার কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সরকারী কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।
এদিকে সকাল ৯টায় হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়ার সহ-সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক, সাবেক মেয়র শাহিনুর রহমান রিন্টু, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধক্ষ্য শরিফুল ইসলাম প্রমুখ।