৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

হিলিতে ইয়াবা সহ এক জন আটক

২৩ মে, ২০২৩

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক,
বিশেষ প্রতিনিধি

ছবি: হিলিতে ইয়াবা সহ এক জন আটক

আজ ২৩ই মে সকাল ০৯.৩০ মিঃ গোপন সংবাদের ভিত্তিতে  হাকিমপুর  থানা  পুলিশ পরিদর্শক (নিঃ) (তদন্ত) এস.এম মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে  একটি চৌকস সহকর্মীদের নিয়ে  হাকিমপুর থানা পৌরসভাধীন ৪নং ওয়ার্ড এর মধ্য বাসুদেবপুর  এলাকায় এমদাদুল হক এর বাড়ী তল্লাশী  করে ইয়াবা ট্যাবলেট সহ  ১ জন কে গ্রেপ্তর ।

গ্রেপ্তরাকৃত আসামী মোঃ এমদাদুল হক (৪৩), পিতা-মৃত জহির উদ্দিন, মাতা-মৃত রেজিয়া বিবি, সাং-মধ্য বাসুদেবপুর (পকুর পাড়), ৪নং ওয়ার্ড, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুরকে হাতেনাতে আটক করেন। আসামীর হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট ৪২০ (চারশত বিশ ) পিস ও ভাঙ্গা/গুড়া ১৩ গ্রাম ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Related Article