৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল / খেলাধুলা

হেক্সা জয়ে ব্রাজিলের ট্রাম কার্ড হতে পারে রিচার্লিশন

২৮ নভেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: বাইসাইকেল কিকে গোল করছে রিচার্লিশন।

বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল তাদের সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে আজ থেকে ২০ বছর আগে।এরপর থেকেই ব্রাজিল প্রতিবার হেক্সা জয়ের মিশন নিয়ে বিশ্বকাপ খেলতে আসে।কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায়।ছোঁয়া হয়না সোনালি ট্রফিটা। 

এবার তেমন স্বপ্ন নিয়েই ব্রাজিল এসেছে কাতারে হেক্সা জয়ের মিশনে।আর হেক্সা জয়ের মিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ  পজিশন হলো নাম্বার-৯ পজিশন। আর ২০০২ সালের পর থেকে এই পজিশনেই সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্রাজিলকে।২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো নাজিরিও পর আর তেমন কোন নাম্বার-৯ পজিশন খুঁজে পায়নি তারা।তাই প্রতিবারই হট ফেভারিট হয়ে খেলতে এসেও ফিরে যেতে হয়েছে শূন্য হাতে। 

এই বিশ্বকাপটা যেন একটু ভিন্ন ব্রাজিলের জন্য।তারকার ঠাসা এই দলটা যেন পরিপূর্ণ। সব পজিশনেই রয়েছে তাদের সেরা খেলোয়াড়। নাম্বার -৯ পজিশনে তাদের আছে তিন জন খেলোয়াড়। রিচার্লিশন,জেসুস ও পেদ্রো।
তবে বিশ্বকাপের মঞ্চে রিচার্লিশন হতে পারেন তিতের ট্রাম কার্ড।টটেনহ্যামে খেলা এই স্টাইকার আছেন নিজের সেরা ছন্দে।বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী সার্বিয়ার বিপক্ষে করেছেন দূরদান্ত দুই গোল। 

তাই রিচার্লিশনকে নিয়ে এবার হেক্সা জয়ের স্বপ্ন দেখতেই পারেন ব্রাজিলিয়ান ভক্ত সমর্থরা।

Related Article