৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / আইন-আদালত / বিশেষ সংবাদ / অপরাধ

গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা

২০ জানুয়ারী, ২০২৩

জোবায়ের আহমেদ,
শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: প্রতিকী ছবি

বগুড়া শেরপুর উপজেলায় জিসান (২২) ও ফারজানা আক্তার (১৯) নামে দম্পতির একসাথে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারা উপজেলার পৌর শহরের হাজিপুর এলাকায় বসবাস করতেন।

নিহত জিসানের বড়ভাই জানান, তারা স্বামী-স্ত্রী একসাথে জিসানের শ্বশুরবাড়ি উপজেলার খামারকান্দী ইউনিয়নের শুভগাছা গ্রামে যায়। সেখান থেকে দুপুরে বাড়িতে চলে আসে। এর কিছুক্ষণ পর দোকান থেকে চিপস কিনে আবার ঘরের ভিতরে চলে যায়। এক পর্যায়ে বিকাল ৪ টায় ঘর থেকে বের হয়ে পরিবারের সবাইকে জানায় যে তারা গ্যাস ট্যাবলেট খেয়েছে।
তখন পরিবারের লোকজন দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টায় ফারজানা আক্তার ও তার ১৫ মিনিট পর জিসানের মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Related Article