৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

গৌরনদীতে সয়েল টেষ্টের গর্ত থেকে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস

০৬ ডিসেম্বর, ২০২২

জগদীশ মন্ডল,
বরিশাল জেলা (বরিশাল) প্রতিনিধি

ছবি: সয়েল টেষ্ট গর্থ থেকে গ্যাস বের হওয়া পরিদর্শনে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা

বরিশালের গৌরনদী  উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা রাজধানী ঢাকার ব্যবসায়ী মো. হাফিজুর রহমান সম্প্রতি উপজেলা সদরের শাওড়া গ্রামে বাড়ি করার জন্য ৬ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে পাঁকা বাড়ি নির্মাণের জন্য গত বুধবার দুপুরে সেখানে সয়েল টেষ্ট করান। শুক্রবার দুপুর ১২টার দিকে সয়েল টেষ্টকৃত ওই জমির পাশের রাস্তার ওপর দাড়িয়ে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় ওই যুবকদের একজন ধুমপানের জন্য সিগারেট ধরাতে ম্যাচকাঠি জ্বালান। সিগারেট ধরানোর পর তিনি জলন্ত ম্যাচকাঠিটি সয়েল টেষ্টের ওই গর্তের দিকে ছুড়ে মারেন। এ সময় গর্তের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ ঘটনা দেখে যুবকগণ হতবিহব্বল হয়ে পরেন।এরপর তাঁরা ত্রিপল নাইনে ফোন দিয়ে ঘটনা জানান। মুহুর্তের মধ্যে ঘটনাটি লোকমুখে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে ছুটে যায়। তখন ঘটনাস্থলে মানুষের উপচেপড়া ভীড় লেগে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা দেখে জানান যে, গর্তের ভেতর থেকে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। সেখানে প্রাকৃতিক গ্যাসের খনি থাকার সম্ভাবনা রয়েছে। তাই তড়িঘরি করে তাঁরা আগুন নিভিয়ে ফেলে গর্তটিকে মাটিচাঁপা দিয়ে আটকে দেন তাঁরা। এরপর সেখান থেকে ফিরে যাওয়ার সময় ফায়ার সার্ভিস কর্মীরা ওই গর্তের কাছে লোকজনকে যেতে নিষেধ করে। শুক্রবার বিকেলে ঘটনাস্থল ঘুরে দেখাগেছে, মাটিচাঁপা দেয়া গর্তের ভেতর থেকে গড়গড় শব্দ বের হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা মাটিচাঁপা দিলেও সেখান থেকে গ্যাস নির্গমন বন্ধ হয়নি। গৌরনদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মো. আক্তার উদ্দিন  বলেন, আমরা এ বিষয়ে অভিজ্ঞ নই। সরকারের অভিজ্ঞ মহলের কেউ দেখলে তিনি হয়ত বলতে পারবেন এটি গ্যাসের বড় মজুদ, নাকি ক্ষুদ্র কোন গ্যাসের ভান্ডার।গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপির চন্দ্র বিশ্বাস বলেন, এ বিষয়টি আমি ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগকে অবহিত করে তাদের মাধ্যমে ঘটনাস্থলে পরীক্ষা নিরিক্ষা চালানোর উদ্যোগ গ্রহনের প্রচেষ্টা চালাবো। তাঁর আগে আমি এলাকাবাসীকে অনুরোধ করব ঘটনাস্থলের আশপাশে কেউ যেন আগুন না জ্বালান এবং সেখানে অযথা ভীড় না করে।

Related Article