০৬ সেপ্টেম্বর, ২০২৩
ছবি: বিনামূল্যে স্বাস্থ্যসেবা
টাঙ্গাইলের গোপালপুরে শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিন হাজারের অধিক মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
বুধবার (৬ই সেপ্টেম্বর) সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত, বিএসএমএমইউ'র সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথের উদ্যোগে এবং এসএসসি ১৯৮৯ ও ৯০ ব্যাচের আয়োজনে তেইশজন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য সেবা দেন। এসময় রোগীদের স্বল্পমূল্যে পরিক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়।
বিএসএমএমইউ'র অধ্যাপক অব নিউরো সার্জারি ও ডিন অব সার্জারি অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন, বিএসএমএমইউ'র প্রফেসর অব ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ও প্রক্টর প্রফেসর ডা. হাবিবুর রহমান দুলাল, বিএসএমএমইউ'র নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. বাহাদুর আলী মিয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের বিভাগীয় প্রধান (রেসপিরেটরি) প্রফেসর ডা. রফিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্লাষ্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হেদায়েত আলী খান,
বিএসএমএমইউ'র ব্রেস্ট, এন্ডোক্রাইন ও জেনারেল ল্যাপ্রোস্কপী সার্জন সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ সহ তেইশজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দেন ।
এসময় উপস্থিত ছিলেন গুনীজন অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, ডিআরইউ'র সাবেক সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ।
স্বেচ্ছাসেবক বিশ্বজিৎ চক্রবর্তী জানান, তিন হাজারের অধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে।