৩১ অগাস্ট, ২০২৩
ছবি: গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা রক্ষী আবুল কাশেমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে গোপালপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে যানজট মুক্ত করতে গিয়ে দুর্বৃত্তদের রোষানলে পড়ে হামলার শিকার হয় সে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, রোগী নিয়ে আসা ভ্যান, রিকসা, ইজিবাইকগুলো রোগী নামিয়ে দিয়ে বের না হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন অবস্থান করায়, তাদের ডাক চিৎকারে হাসপাতালের পরিবেশ বিনষ্ট হয়। অতিরিক্ত যানবাহন হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশ করায় রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের স্টাফদের হাঁটাচলার জায়গা থাকেনা। এমন কি জরুরী রোগী এ্যাম্বুলেন্সে উঠানো ও নামানোয় সমস্যা হয়। অনেক অসুস্থ রোগীকে জরুরী বিভাগে ভর্তির জন্য নেয়া দুঃসাধ্য হয়ে পড়ে। এজন্য হাসপাতাল চত্বরের যানজট নিরসনের জন্য শুধু মাত্র জরুরী রোগীর গাড়ি ছাড়া অপ্রয়োজনে হাসপাতাল ক্যাম্পাসে গাড়ি প্রবেশে কড়াকড়ি করা হয়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার সকালে বাইশকাইল গ্রামের ইজিবাইক চালক আল আমীন গাড়ি নিয়ে হাসপাতাল চত্বরে জোর করে প্রবেশ করে এবং যাত্রী উঠানোর জন্য হাকডাক শুরু করে। হাসপাতালের নিরাপত্তা রক্ষী আবুল কাশেম ক্যাম্পাসে ইজিবাইক নিয়ে প্রবেশে নিষেধ করলে ইজিবাইক চালক আল আমীন তাকে গালিগালাজ করে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।
বুধবার সকালে নিরাপত্তা রক্ষী আবুল কাশেম তার গ্রামের বাড়ি সেনেরচর থেকে কর্মস্থল গোপালপুর হাসপাতালে আসার পথে পৌরশহরের কালী মন্দির সিএনজি ষ্ট্যান্ড এলাকায় পৌছালে, আগে থেকেই ওৎ পেতে থাকা আল আমীন ও তার বন্ধু আকবর পথরুদ্ধ করে আবুল কাশেমকে নির্দয়ভাবে পেটাতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তারক্ষী বাদি হয়ে গত বুধবার রাতে গোপালপুর থানায় অভযোগ দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।