৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় মিলেছে

১৬ নভেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় উদ্ধার করেছে পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় উদ্ধার করেছে পুলিশ। তার নাম সজিব মিয়া (২৫) বাড়ী বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় গ্রামে। তার বাবার নাম জহুরুল ইসলাম। সজিব মিয়া টাঙ্গাইলে সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক পদে চাকুরী করতেন। গত রোববার তিনি বাড়ি থেকে কম্পিউটার ঠিক করার কথা বলে বের হয়। এরপর আর ফেরেনি।

সোমবার সকালে স্থানীয়রা জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাপমারা ইউনিয়নের কাটা মোড়ের একটি নির্মাণাধীন ঘর থেকে অজ্ঞাতনামা হিসেবে পুলিশ তার লাশটি উদ্ধার করে। সজিবের গলায় তার পরণের শার্টের অংশ দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। লাশ উদ্ধারের বিষয়টি বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্টমিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে খবর দেখে তার স্বজনরা গোবিন্দগঞ্জে এসে সজিবের লাশ সনাক্ত করে। গত সোমবার রাতে সজিবের মা জেলী বেগম ছেলেকে হত্যা করা হয়েছে মর্মে থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন বলেন, মামলা দায়েরের পর থেকে তদন্ত শুরু করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good