০৫ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
তিনি দীর্ঘদিন রাজধানীর কেরানীগঞ্জ কারাগারে বন্দি থাকার পর গত বৃহস্পতিবারে মুক্ত হন। গোবিন্দগঞ্জ উপজেলার বিএনপি'র কার্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলামের সংবর্ধনা উপলক্ষে রবিবার বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা একটি বিশাল মোটরসাইকেল বহর পার্শ্ববর্তী পলাশবাড়ীর সীমানা থেকে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে আসে। উপজেলা পার্টি অফিসের সামনে গণসংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত নেতা অধ্যাপক আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ।যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন পাতা।পৌর বিএনপি'র আহবায়ক রবিউল করিম মনু। সদস্য সচিব আবু জাফর লেলিন। যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন রাজু। সাবেক দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু। রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শালমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন শামীম। হরিরামপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহারুল ইসলাম সরকার। উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম জুয়েল। পৌর যুব দলের আহবায়ক ময়েন উদ্দীন লিপন। কৃষক দলের নেতা হাবিবুর রহমান হাবিব।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আলম শেখ। সদস্য সচিব রানু মন্ডল বাবু। জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক অধ্যাপক মতিয়ার রহমান।উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল আমিন রনি। সদস্য সচিব মনির হোসেন সরকার। পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম। সদস্য সচিব আরিফ মাহমুদ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতা কর্মী।
Good news
Good