২১ মার্চ, ২০২৩
ছবি: প্রেস ব্রিফিং করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।
আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার। বঙ্গবন্ধু ও জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে দেশের প্রতিটি উপজেলায় নিরাশ্রয়, ভূমিহীনদের ঘর ও দুই শতক জমিসহ গলাচিপা উপজেলায় ১৪ শত ০৪ টি গৃহহীনদের মধ্যে আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় “ক” শ্রেণীভুক্ত হতদরিদ্র ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ, সনদপত্র ও দলিল হস্তান্তর করা হয়েছে।
এছাড়া চতুর্থ পর্যায়ে অত্র উপজেলায় আরও ১শত ৩৪টি ঘর আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ও হস্তান্তর করবেন।
উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক লিখিত প্রেস ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।
এছাড়া প্রধানমন্ত্রীর উপহার গৃহ প্রদান নির্মাণের বিষয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা ,উপজেলা চেয়ারম্যান মু. শাহিন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রোকৌশলী, পিআইও, ইউপি চেয়ারম্যানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Good news
Good