৩০ জানুয়ারী, ২০২৩
ছবি: উদ্ধারকৃত জোতি আক্তারকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। - তারুণ্য ২৪
গফরগাঁওয়ের পাঁচবাগ ফাজিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী জোতি আক্তারকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা থেকে উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দিলো পুলিশ।
শনিবার সন্ধ্যায় জোতি নামে মানসিক ভারসাম্যহীন এক তরুণী হোসেনপুর উপজেলা পরিষদের আশেপাশে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিলেন। এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা হোসেনপুর পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়েটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নাম পরিচয় জিজ্ঞাসা করা হলে বারবার ভুল নাম পরিচয় দিতে থাকেন ভারসাম্যহীন ঐ তরুণী । পরবর্তীতে পুলিশ ছবি ও প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করে। পরে তার পরিচয় মিললে শনিবার রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে হোসেনপুর থানা পুলিশ।
জানা গেছে , মানসিক ভারসাম্যহীন জোতি আক্তার পার্শ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী নিধিয়ারচর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। সে পাঁচবাগ ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, উদ্ধারের পর মেয়েটিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে সঠিক পরিচয় পাওয়া যায়নি। পরে ছবিসহ বিভিন্ন তথ্যের সমন্বয় করে তার পরিচয় জানা যায়। পরবর্তীতে যোগাযোগ করে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরিবার সুত্রে জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশের সহায়তায় মেয়েটিকে ফিরে পেয়েছে।