৩১ অক্টোবর, ২০২২
ছবি: মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের একাংশ।
গফরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাত আরার (১৭) ওপর ক্ষুর নিয়ে হামলা ও আঘাতে আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩১ অক্টোবর দুপুর ১২টায় গফরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত ঘটনায় অভিযুক্ত বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেয় আহতের পরিবার, এলাকাবাসী, সমাজিক সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ স্কুল ও কলেজের বিভিন্ন শ্রেনির শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা জড়িত হামলাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আহসান হাবীব ও সেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন স্কুল কলেজের অনেক শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থী জান্নাত আরা’র বাবা রোকন উদ্দিন বলেন, যারা আমার মেয়ের উপর এমন নৃশংস হামলা চালিয়েছে তাদের কঠিন শাস্তি দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এবং গফরগাঁও থানা অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জানা যায়, জান্নাত অারা গত শনিবার ২৯ অক্টোবর সকালে গফরগাঁও মহিলা কলেজ গেটের সামনে পৌঁছালে উৎ পেতে থাকা বখাটে জাহিদ (১৯) তার ওপর হামলা করে। ক্ষুর দিয়ে ঐ শিক্ষার্থীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আহত জান্নাত আরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার সাথে জড়িত দুই সহযোগী রাকিব (২২) এবং শরিফুলকে (১৯) পুলিশ আটক করলেও মূল আসামী জাহিদ এখনও পলাতক রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। গত রবিবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ।