৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

গফরগাঁওয়ে এনজিও কর্মীকে কুপিয়ে জখম করে ছিনতাই

০১ অগাস্ট, ২০২৩

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আহত এনজিও কর্মী ওয়াহিদুল ইসলাম

ময়মনসিংহ জেলাধ্বীন  গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ডিগ্রিভূমি গ্রামে  মাসিক কিস্তির টাকা দেওয়ার কথা বলে এক এনজিও কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।

জানা যায়, ঋণদাতা প্রতিষ্ঠান পপি কান্দিপাড়া শাখা থেকে উপজেলার ডিগ্রিভূমি গ্রামের মিনারা খাতুন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও তাঁর মেয়ে মরিয়ম বেগম দুই লক্ষ টাকা ঋণ নেন। প্রতিমাসে মিনারা খাতুনের কিস্তি ২৫ হাজার টাকা ও মরিয়ম বেগমের কিস্তি ২৪ হাজার টাকা। কিস্তি প্রদানের নির্ধারিত তারিখ পার হওয়ার পর সোমবার মরিয়ম বেগম পপি কান্দিপাড়া  শাখার ম্যানেজার তফাজ্জল হোসেনকে ফোন করে কিস্তির টাকা নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যার পর তার বাড়িতে যাওয়ার কথা বলেন। ম্যানেজার তাঁর অফিসের উস্থি ইউনিয়নের দায়িত্বরত মাঠ কর্মকর্তা ওয়াহিদুল ইসলামকে মরিয়মের বাড়িতে পাঠান। ওয়াহিদুল ওই বাড়িতে গিয়ে মরিয়মকে না পেয়ে কিস্তির টাকার জন্য অপেক্ষা করতে থাকেন।

এ সময় মরিয়মের ছেলে শান্ত পেছন থেকে এসে ওয়াহিদুলকে এলোপাথারি কুপিয়ে  জখম  করে ও তার সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেন। পরে গুরুতর আহত এনজিও কর্মী ওয়াহিদুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে গফরগাঁও  উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা করে কর্তব্য চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে। বর্তমানে ওয়াহিদুল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধ্বীন আছেন।

কান্দিপাড়া পপি শাখার ম্যানেজার তফাজ্জল হোসেন বলেন, কিস্তির টাকা না দিয়ে মরিয়মের ছেলে শান্ত 'দা" দিয়ে কুপিয়ে ওয়াহিদুলকে আহত করে তার সাথে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শিখা বেগম বলেন, কিস্তির টাকা নিয়মিত না দেওয়ায় আমি ও এলাকার লোকজন শালিশের মাধ্যমে সোমবার টাকা দেওয়ার তারিখ করি।সেই দিন টাকা না দিয়ে মরিয়মের ছেলে শান্ত এনজিওর কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে।

এ ঘটনায় আজ মঙ্গলবার পাগলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পাগলা থানার ওসি রাজু আহমেদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Article