০৬ ডিসেম্বর, ২০২২
ছবি: চেক বিতরণ অনুষ্ঠান।
গাইবান্ধায় সরকারি যাকাত ফান্ডের সহায়তায় জেলার ২৫২ জন দুস্থের মাঝে ১৫ লাখ ১৫ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. অলিউর রহমান দুস্থদের মধ্যে এই যাকাতের চেক বিতরণ করেন।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক মোজাহারুল মান্নান, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মুফতি যোবায়ের আহমেদ প্রমুখ।
বিত্তবানদের যাকাত প্রদানে এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, যাকাতের অর্থ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হলে তারা উপকৃত হবে। এ অর্থ ব্যয় করে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে।
Good news
Good