৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ / সারাদেশ

গাইবান্ধায় অবৈধ ড্রাম ট্রাক চাপায় ফল ব্যবসায়ির মৃত্যু

০৭ ডিসেম্বর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: নিহত ফল ব্যবসায়ী মিলনের মরদেহ।


গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালু-মাটিবাহী ড্রাম ট্রাক চাপায় মিলন (২৬) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে শিবপুর রুদ্রনগর গ্রামের জলিল উদ্দিন কালু মিয়ার ছেলে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথায় (বনফুল হোটেল সংলগ্ন) ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন মটরসাইকেল নিয়ে চারমাথা মোড়ে দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুত গতিতে বালু ও মাটি বহনে চলাচলকারী ড্রাম ট্রাক দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ঢোকার চেষ্টায় মটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মিলন ট্রাকের চাকার নিচে চাপা পড়ে প্রাণ হারায়। দ্রুত তাকে গাড়ির নিচ থেকে বের করে হাসপাতালে নেয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ ফল ব্যবসায়ী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। ফলে উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধদের শান্ত করে এবং নম্বরবিহীন ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good