২৭ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: পুস্পস্তর্বক অর্পন ও আলোচনা সভা
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তর্বক অর্পন, র্যালি, আলোচনা সভা ও কেক কাটা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে পুস্পস্তর্বক অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লুদমিলা পারভীন ছন্দা, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম পারুল, যুগ্ম সম্পাদক শিরিন আরা বেগম, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা বেগম ইলু, রওশন আরা বেগম মুক্তিসহ জেলা ও উপজেলা মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পুষ্পস্তক অর্পণের সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপি-জামায়াত জোট দেশে বিশৃংখলা করার চেষ্টা করছে। সেইসাথে দ্বাদশ নির্বাচনকে বিতর্কিত করার জন্য তারা নানা ষড়যন্ত্র করছে।
এই দুই অপশক্তির বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানানো যাচ্ছে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।