১৫ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: কোরআন শরিফ ও জায়নামাজ বিতরণের চিত্র।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাব এর আয়োজনে প্রবাসী এক শ্রদ্ধেয় বড় ভাই এর অর্থায়নে কোরআন শরিফ ও জায়নামাজ বিতরণ করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারী বুধবার বিকেলে সার্ভিস প্রোগ্রাম এর আওতায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাখেরা মহিউস দারুল উলুম ইসলামীয়া ক্কওমী এতিমখানা ও মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ, হরিরামপুর পূর্বপাড়া মাদ্রাসাতুলহীরা নূরানী মাদ্রাসায় পবিত্র কুরআন শরীফ এবং হরিরামপুর বড় বাড়ি জামে মসজিদে জায়নামাজ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৭ এর সদ্য অতীত গর্ভনর এপেঃ শাহারুল ইসলাম টিটু, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর প্রেসিডেন্ট এপেঃ জিল্লুর রহমান সরকার, আইপিপি এপেঃ কাজী আসাদুজ্জামান উল্লাস, পিপি এপেঃ মনোয়ার হোসেন রাজু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ এটিএম আল আমিন তুহিন, সার্ভিস ডাইরেক্টর এপেঃ রফিকুল ইসলাম অপু সহ নেতৃবৃন্দ।
Good news
Good