১৫ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড়ে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হচ্ছে (সাদপন্থী) গাইবান্ধা জেলার ইজতেমা।
আগামীকাল বৃহস্পতিবার বাদ ফজর থেকে ইজতেমার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে আজ বুধবার বাদ আসর থেকে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম অনানুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এ জেলার ইজতেমা। ইজতেমায় অংশ নিতে ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।
গাইবান্ধা জেলা ইজতেমায় দিল্লির মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন। তারা জেলার থানা ও ইউনিয়ন ওয়ারী নির্দিষ্ট খিত্তা অনুসারে অবস্থান নিচ্ছেন। বিদেশি মুসল্লিদের জন্য ময়দানের দক্ষিণ অংশে টিনের ছাউনিযুক্ত বিশেষ কামরার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ ও ইজতেমা কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ইজতেমা ময়দানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে নির্দিষ্ট পয়েন্টগুলোতে। পুলিশ আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রস্তুত করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প ও হাসপাতলের অতিরিক্ত বেড ও অ্যাম্বুলেন্স।
গাইবান্ধা জেলা ইজতেমার জিম্মাদার মোখলেছুর রহমান জানান, গাইবান্ধা জেলার ৭ টি উপজেলার ৪ টি পৌরসভা, ৮১ টি ইউনিয়ন ও জেলার বাহিরে ২৭ টি জেলা এবং মালয়েশিয়া, ভারত, শ্রীলংকা সহ ১০ টি বিদেশী দেশ থেকে মুরুব্বীরা এ ইজতেমায় অংশ নিচ্ছে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি জানান, গাইবান্ধা জেলা ইজতেমাকে ঘিরে সার্বক্ষনিক ৩ সদস্য মেডিক্যাল ক্যাম্পের টিম এবং চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত বেড ও অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল জানান, গাইবান্ধা জেলা ইজতেমার পুরো মাঠ সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসা হয়েছে ও জেলা পুলিশের পক্ষ থেকে সেখানে কন্ট্রোলরুম খোলা হয়েছে এবং দেড়শো জন পুলিশ সার্বক্ষনিক আইনশৃঙ্খলায় নিয়োজিত থাকবে।
Good news
Good