৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফুলবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

২৯ মে, ২০২৩

মোঃ মাইদুল ইসলাম,
ফুলবাড়ি উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি

ছবি: ফুলবাড়ী মডেল প্রেসক্লাব

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ষড়যন্ত্র করে মাদক দিয়ে কলেজের প্রভাষক তৈয়ব আলীকে ফাঁসানোয় এ ঘটনার সঠিক তদন্ত দাবি করে তার স্ত্রী মোখলেছিনা খানম সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে ফুলবাড়ী মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের প্রভাষক তৈয়ব আলীর স্ত্রী ও তার পরিবারের লোকজন বিজিবির মহাপরিচালকসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে সঠিক তদন্ত দাবি জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত মূল বক্তব্য পাঠ করেন প্রভাষক তৈয়ব আলীর স্ত্রী মোখলেছিনা খানম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ষড়যন্ত্রের শিকার কলেজ শিক্ষকের সম্পর্কের দাদা বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী, তার চাচা হশেম আলী, মামা আবদুল মজিদ মানিক প্রমূখ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক ইউসুফ আলী সংগ্রামী, উপজেলার সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দসহ প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী বক্তব্যে বলেন, আমার নাতী কলেজ শিক্ষক প্রভাষক তৈয়ব আলীকে ষড়যন্ত্র করে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। সে ছোটবেলা থেকেই এলাকায় ভালো হিসাবে পরিচিত। আমিও তাকে ভালো হিসেবেই জানি। তারে উপর শত্রুতা করে তাকে ফাঁসানো হয়েছে। এ ঘটনায় আমরা সঠিক তদন্ত দাবি করছি। ও তার মিথ্যা মাদক মামলা প্রত্যাহার দাবি করছি। প্রভাষক তৈয়ব আলীর স্ত্রী মোখলেছিনা খানম তার বক্তব্যে জানান, গত ১৮ মে আমার স্বামী প্রভাষক তৈয়ব আলীকে বালারহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি যাওয়ার পথে বালারহাট বিওপির বিজিবি আটক করেন। 

এ সময় বিজিবির সোর্সের কথা মতো আমার স্বামীর মোটরসাইকেলের তেলের ট্রাংকির বাইরের নীচে আমার স্বামীর অজান্তে ষড়যন্ত্রমূলক ভাবে লুকিয়ে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। পরে বিজিবি আমার কলেজ শিক্ষক স্বামীকে মাদক ব্যবসায়ী হিসেবে মামলা দিয়ে আমার স্বামীকে পুলিশে সোপর্দ করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

আমার স্বামী একজন কলেজ শিক্ষক তার পক্ষে বাজার থেকে ইয়াবা ট্যাবলেট বাড়িতে এনে ব্যবসা করাটা সম্পূর্ণ অসম্ভব। আমার স্বামীকে ফাঁসানোর জন্যেই তার অজান্তে মোটরসাইকেলে ষড়যন্ত্রমূলক ভাবে ২০ পিস ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে বিজিবিকে তথ্য দিয়েছে ষড়যন্ত্রকারীরা। 

আমি এ ঘটনা সঠিক তদন্ত করার জন্য বিজিবির মহাপরিচালকসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোড় দাবি করছি ও পাশাপাশি দোষী ষড়যন্ত্রকারীর শাস্তি দাবিসহআমার নির্দোষী স্বামীর মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good