০১ মে ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফুলবাড়ীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় প্রান গেলো বাবা ছেলের

২৫ Jun, ২০২৩

মোঃ মাইদুল ইসলাম,
ফুলবাড়ি উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি

ছবি: ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাধীন সদর ইউনিয়নের চান্দের বাজার এলাকায় রবিবার দুপুরে ইট বোঝাই ট্রলির ধাক্কায় প্রান হারালো সাইকেল আরোহী বাবা - ছেলের। নিহতরা হলেন একরামুল হক (৪০) ও তার শিশু পুত্র মাসুদ রানার (৯)।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নিহত পিতা - পুত্র উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার বাসিন্দা। তারা বাবা ছেলে মিলে সাইকেল যোগে পার্শ্ববর্তী ভাঙ্গামোড় ইউনিয়নে শশুর বাড়ীতে দাওয়াত খেতে যাওয়ার সময় গংগারহাট থেকে ফুলবাড়ীর উদ্দেশ্যে আসা অবস্থায় চান্দের বাজার এলাকায় পৌছালে, পেছন থেকে আসা ইট বোঝাই ট্রলিটির চাকা হঠাৎ ব্লাস্ট হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মারে। তাতে বাবা ও ছেলে  গুরুতর আহত হয়।


স্থানীয় লোকজন এসে বাবা ও ছেলেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন এবং বাবা একরামুল হকের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন। রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একরামুল।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, ঘাতক ট্রলি টি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good