৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফুলবাড়ীতে এবারও হাত মেশিনের সেমাইয়ে ঈদ উদযাপন করবে চেয়ারম্যান পাড়াবাসী

১০ এপ্রিল, ২০২৪

মোঃ মাইদুল ইসলাম,
ফুলবাড়ি উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি

ছবি: মেশিনে সেমাই তৈরি

বাপ-দাদার আমল থেকে চলে আসা হাত সেমাইয়ের ঐতিহ্য ধরে আছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান পাড়াবাসী। 
 

এই ঐতিহ্য ধারন করেই আধুনিক মেশিনে তৈরিকৃত লাচ্ছা সেমাইয়ের ভিড়ে চেয়ারম্যান পাড়াবাসী তাদের ঐতিহ্যবাহী হাত মেশিনের সেমাই দিয়েই এবারও পবীত্র ঈদুল ফিতর উদযাপন করবে।

এই ধারাবাহিকতায় রমজানের শেষের দিনেও এখানে দেখা যায় হাত মেশিনের সেমাই তৈরির ব্যস্ততা।
 

স্থানীয় আব্দুল জব্বার জানান, আমরা হাত মেশিনের সেমাই পবীত্র ঈদুল ফিতর আসলেই তৈরির চেষ্টা করি। কারন- হাত মেশিনের সেমাই ছাড়া ঈদের দিনে ভালই লাগেনা। তাই প্রতিবছর ঈদে হাত মেশিনের সেমাই তৈরি করি।
 

যুবক ইয়াছিন আলী জানান, আমরা চেয়ারম্যান পাড়াবাসী প্রতিবছরে ঈদুল ফিতরে হাত মেশিনের সেমাই তৈরি করে থাকি। এবারও এই সেমাই তৈরিতে আমরা চেষ্টা করি। আমি হাত মেশিন ঘুরিয়ে সেমাই তৈরিতে আমার পরিবারসহ এলাকাবাসীকে সহযোগিতা করেছি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good