২০ সেপ্টেম্বর, ২০২২
ছবি:
গত ১৯ সেপ্টেম্বর ২০২২ইং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন ভাংগামোড় ইউনিয়নের দক্ষিন রাবাইতারী এলাকা হতে ১টি চোরাইকৃত মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোন সহ আন্তঃজেলা চোর চক্রের এনতাজ আলী(৩২) ও আলতাফ হোসেন(২৮) নামের ২ জন সক্রিয় কুখ্যাত চোরকে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। এনতাজ আলী কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর বলদিয়া গ্রামের বাসিন্দা ও আলতাফ হোসেন জেলার নাগেশ্বরী উপজেলার কুটি বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সাক্ষ্য প্রমানের ভিত্তিতে জানা যায় তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার রাবাইতারী গ্রামের সবুজ চন্দ্র রায় এবং মোঃ রবিউল ইসলামের বাড়ীতে রাত আনুমানিক ১২.৩০টা হতে ৪.৩০টার মধ্যে চুরি করে। তাৎক্ষনিক পুলিশ মামলা গ্রহন করে এবং তদন্ত ও সাক্ষ্য গ্রহনের ভিত্তিতে উদ্ধারকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনের মালিকানা যাচাই করে। ফুলবাড়ি থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে সমস্থ সাক্ষ্য প্রমানাদির ভিত্তিতে ২৪ ঘন্টার পূর্বেই তদন্ত সমাপ্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট প্রেরন করে ও আসামীদের কারাগারে প্রেরন করা হয়। যথাযথ আইনি প্রক্রিয়ায় চোরাইকৃত মালামাল প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রানান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে ফুলবাড়ী থানা পুলিশ ।
Good news
Good