৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফকিরহাটে সন্তানকে বাঁচাতে কিডনি দিবেন মা, অর্থাভারে প্রতিস্থাপন করা যাচ্ছেনা। সাহায্যের আবেদন।

১৯ ডিসেম্বর, ২০২২

নূরুদ্দীন মুহাম্মদ,
বাগেরহাট সদর উপজেলা (বাগেরহাট) প্রতিনিধি

ছবি: নূর মুহাম্মদ

 ফকিরহাটে কিডনি রোগে আক্রান্ত নুর মোহাম্মদ (৩১) কে বাঁচাতে কিডনি দিতে চান তার মা হাসিনা বেগম। কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ১২ লক্ষ টাকা। এতটাকা জোগাড় করার সামর্থ্য নেই দরিদ্র পরিবারটির। ফলে নিজের কিডনি দিয়ে বাঁচাতে চেয়েও ছেলেকে হারাতে বসেছেন মা। নুর মোহাম্মদ (৩১) ফকিরহাট উপজেলার মুলঘর গ্রামের আকবর আলী শেখের বড় পুত্র। বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষকরে ২০২১ সালের নভেম্বরে সৌদি আরবে একটি আইটি ফার্মে জব করতেন নুর মোহাম্মদ। ১০ মাস আগে হটাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার মাধ্যমে জানতে পারেন তার দুই কিডনি নষ্ট হয়েগেছে। বর্তমানে তিনি রাজধানীর ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই হাসপাতালে কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা.এহতেশামুল হক জানান, নুর মোহাম্মদের দুই কিডনির ৭৫% নষ্ট হয়েগেছে। তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে  প্রায় ১০/১২ লক্ষ টাকা খরচ হবে। নুর মোহাম্মদের পিতা আকবর আলী পেশায় একজন স্কুলের নাইটগার্ড। সন্তানের চিকিৎসার জন্য এত টাকা তার পক্ষে যোগাড় করা সম্ভবনা। এ অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। আকবর আলী জানান, নুর মোহাম্মেদ স্ত্রী ও ৩ বছর বয়সী একটি কন্যা রয়েছে। তারা সহ ৮ সদস্যর পরিবার নিয়ে কোনরকম বেঁচে আছি। এর মধ্য এত টাকা যোগাড় করার সামর্থ্য আমাদের নেই। সমাজের বৃত্তবান লোকেরা যদি একটু  সহযোগিতার হাত বাড়িয়েদেন তাহলে সহজেই আমার ছেলের চিকিৎসা করা সম্ভব। অসুস্থ নুর মোহাম্মদ কে সহযোগিতা করতে চাইলে তার পিতার ব্যাংক একাউন্ট নং-২০৫০৪০১০২০০৪২৫৪০৮ শেখ আকবর আলী, ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিমিটেড, ফকিরহাট শাখা, বাগেরহাট। নগদঃ ০১৮৩৬-৪১১১৫৫ এই নম্বরে টাকা পাঠাতে পারেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good