২৮ সেপ্টেম্বর, ২০২২
ছবি: ছবিঃ দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি।
ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তিন দিন পর আলমাস উদ্দিন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, আলমাস ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়
থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে লেমুয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলমের বড় ছেলে। গত রবিবার দুপুরে পরীক্ষা শেষে সিএনজি অটোরিকশায় বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আলমাস, আলমাসের মা ও অন্য দুই পরীক্ষার্থী ও চালক আহত হয়।
আলমাসের মা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ছেলের মৃত্যুর খবর আলমাসের মা কে জানানো হয়নি।
Good news
Good