৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফেনী'তে স্কুল ভিওিক দলগত দাবা প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৯ সেপ্টেম্বর, ২০২২

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি:

ফেনী'তে স্কুল ভিওিক দলগত দাবা প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৯ সেপ্টেম্বর (সোমবার)  জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে স্কুল ভিওিক দলগত দাবা প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  দাবা উপ-কমিটির আহবায়ক বাহার উদ্দিন বাহারের  সঞ্চালনায় ও জেলা পুলিশ সুপার জাকির হাসানের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেনী'র জেলা  প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান, ফেনী'র অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, ফেনী'র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিয়া ফারজানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র  মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজি, জেলা ক্রীড়া সংস্থার  সদস্য জাফর উদ্দিন  প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের 
উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বাবা-মায়ের লালিত স্বপ্ন পূরণ করতে হবে।
উক্ত দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় রার্নাস-আপ ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, প্রথম রার্নাস-আপ ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও চ্যাম্পিয়ন ফেনী  গিরিশ অক্ষয় একাডেমি  উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good